বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ এর ২য় জোনাল অপারেশন এর কার্যক্রম আরম্ভ হয়েছে। পরিসংখ্যান ভবন, আগারগাঁও, ঢাকায় বিভাগীয় শুমারি সমন্বয়কারী ও জেলা শুমারি সমন্বয়কারীগণের (মাস্টার ট্রেইনার) ০২ দিনব্যাপী প্রশিক্ষণ ১৪/০৯/২০২৪ হতে ১৫/০৯/২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। রংপুর জেলায় উপজেলা শুমারি সমন্বয়কারী ও জোনাল অফিসারদের ০২ দিনব্যাপী প্রশিক্ষণ ১৭/০৯/২০২৪ হতে ১৮/০৯/২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জোনাল অপারেশন কার্যক্রম আগামী ১৯/০৯/২০২৪ হতে ১৮/০৯/২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত জোনাল অপারেশনে রংপুর জেলাকে ০২ টি শুমারি জেলায় ভাগ করা হয়েছে।
#শুমারি জেলা রংপুর- ০১
উপজেলা: রংপুর সদর, তারাগঞ্জ, গংজ্ঞাচরা, বদরগঞ্জ ও সিটি কর্পোরেশন
#শুমারি জেলা রংপুর- ০২
উপজেলা: কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ
২য় জোনাল অপারেশনের কার্যক্রমসমূহ:
মূল শুমারির সম্ভাব্য সময়: নভেম্বর/ডিসেম্বর -২০২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস