বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সর্বস্তরে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালের ২৬ আগষ্ট তৎকালীন তিনটি মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪ টি পরিসংখ্যান সংস্থাকে (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন) একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্বিক কর্মকান্ড সমন্বয়, তত্ত্বাবধান ও সাচিবিক সহযোগিতা প্রদানের জন্য ১৯৭৫ সালের ৩ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ২৫ অক্টোবর আগারগাঁওয়ে স্থায়ী পরিসংখ্যান ভবন উদ্বোধন করা হয়। পরবর্তীতে জাতীয় পরিসংখ্যানিক ব্যবস্থাকে আইনগত ভিত্তি প্রদানের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে "পরিসংখ্যান আইন ২০১৩" পাশ করা হয়।
বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অন্তর্ভুক্ত একটি সংস্থা। আটটি (০৮) ক্রিয়ামুলক শাখার মাধ্যমে পরিসংখ্যান ব্যুরোর সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়।
০১) এগ্রিকালচার উইং
০২) সেন্সাস উইং
০৩) কম্পিউটার উইং
০৪) ডেমোগ্রাফী এন্ড হেলথ উইং
০৫) ন্যাশনাল একাউন্টিং উইং
০৬) ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং
০৭) ফিন্যান্স, এডমিনিস্ট্রেশন এন্ড এমআইএস উইং
০৮) স্ট্যাটিস্টিক্যাল স্টাফ ট্রেইনিং ইন্সটিটিউট
পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম পরিচালনার জন্য দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, অধীনস্থ জেলা শহরে জেলা পরিসংখ্যান কার্যালয় এবং উপজেলা শহরে উপজেলা পরিসংখ্যান কার্যালয় রয়েছে। মাঠ পর্যায়ের রাষ্ট্রীয় সকল পরিসংখ্যানিক তথ্য-উপাত্ত সংগ্রহ এবং শুমারি ও জরিপকার্য পরিচালনা কর্মকান্ড থানা বা উপজেলা পরিসংখ্যান কার্যালয় থেকে পরিচালনা করা হয়।
উপজেলা পরিসংখ্যান অফিস, কাউনিয়া, রংপুর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি শাখা প্রতিষ্ঠান। উপজেলা পরিসংখ্যান অফিস, কাউনিয়া, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত নানাবিধ শুমারি যেমন জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি, বস্তি শুমারি, তাত শুমারি এছাড়াও সরকার, জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থার চাহিদা অনুযায়ী বিভিন্ন শুমারি/জরিপ কার্যক্রম পরিচালনা করে থাকে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস