কাউনিয়া উপজেলায় অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের লিস্টিং কার্যক্রম গত ০৭/০৭/২০২৪ তারিখ থেকে শুরু হয়। কার্যক্রমের প্রথম দিন উপজেলা পরিষদের চেয়ারম্যন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম (মায়া) ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিদুল হক তাঁদের স্ব স্ব খানা ও প্রতিষ্ঠানের তথ্য প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শুমারি সমন্বয়কারী, রংপুর-০৩, জনাব এস এম শাহনেওয়াজ।
ইতোপূর্বে উপজেলায় তালিকাকারীদের প্রশিক্ষণ গত ২৮-৩০ জুন উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়া উপজেলায় এ কার্যক্রমে ০৬টি ইউনিয়ন ও ০১টি পৌরসভায় মোট ১০৬ জন তালিকাকারী, ০৪ জন আইটি সুপারভাইজার ও ০৪ জন জোনাল অফিসার সংযুক্ত আছেন। আগামী ২৬ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস