শিরোনাম
বিশেষ বিজ্ঞপ্তি (জনশুমারি ও গৃহগণনা)
বিস্তারিত
বিশেষ বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম,
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য গত ফেব্রুয়ারি,২০২০ খ্রি. মাসে নিয়োগকৃত গণনাকারী ও সুপারভাইজারগণ যাদেরকে গত আগষ্ট, ২০২১ খ্রি. মাসে দ্বিতীয় জোনাল অপারেশন চলাকালীন সময়ে যোগাযোগের মাধ্যমে নির্বাচিত/ কাজ করার জন্য নিশ্চিত করা হয়েছিল তাদের অনেককেই বর্তমানে ২১ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ২০২২খ্রি. পর্যন্ত চলমান তৃতীয় জোনাল অপারেশন এ জোনাল অফিসার/সুপারভাইজার কর্তৃক ফোন করে পাওয়া যাচ্ছে না, পরিলক্ষিত হচ্ছে যে, অনেকরই ফোন নম্বর বন্ধ, কল রিসিভ করছেন না, কল রিসিভ করলেও জোনাল অফিসার দেখা করতে বললেও দেখা করছেন না, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী জুন/২২ খ্রি. মাসের ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশের ৬ষষ্ঠ এবং প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এ জন্য বর্তমানে চলমান তৃতীয় জোনাল অপারেশনে মূল শুমারীতে অংশগ্রহণকারি প্রত্যেক গণনাকারী ও সুপারভাইজার এর তথ্য অনলাইনে icms এ আপলোড করা অত্যাবশ্যকীয় হওয়ায় যদিও আজ ২৬ এপ্রিল, ২০২২ খ্রি. তারিখ তৃতীয় জোনাল অপারেশন এর শেষ দিন তথাপি অতিরিক্ত হিসেবে আগামীকাল দুপুর ১ টার মধ্যে উপরে উল্লেখিত বৈশিষ্টধারী গণনাকারী ও সুপারভাইজারগণকে সংশ্লিষ্ট এলাকার/জোনের জোনাল অফিসারগণের সাথে অথবা উপজেলা পরিসংখ্যান কার্যালয় এ নিজ উদ্যোগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো, যোগাযোগে ব্যার্থ হলে সংশ্লিষ্ট জোনাল অফিসার পরীক্ষায় উত্তির্ন অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত গণনাকারী ও সুপারভাইজারকে রিপ্লেস করে নিবেন এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন অভিযোগ/ অনুরোধ গৃহীত হবে না।
এলাকা/জোন ভিত্তিক যোগাযোগের নম্বরঃ
কাউনিয়া বালাপাড়া -০১৭৭৪৭৮৭৯২৮
টেপামধুপুর --০১৩১৮০৮৬৭৬৫
কুর্শা- ০১৭১৪৭৮৪৪৫৪
সারাই ও শহিদবাগ-০১৭৪০৮২০০৯৩
হারাগাছ ইউনিয়ন এবং পৌরসভা ৭,৮ ও ৯ নং ওয়ার্ড
০১৭১৮৪১৯৫৯৩
পৌরসভা ১,২,৩,৪,৫ও ৬ নং ওয়ার্ড- ০১৭১২৯৪৬৩০৫
আহব্বানে
উপজেলা শুমারী সমন্বয়কারী
উপজেলা পরিসংখ্যান কার্যালয়,
কাউনিয়া, রংপুর।